Login

Lost your password?
Don't have an account? Sign Up

Sibawayh Center for Linguistic Studies (مَرْكَزُ سِيْبَوَيْه لِلدِّرَاسَاتِ اللُّغَوِيَّةِ একটি ভাষাতত্ত্ব বিষয়ক গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, যার অধীনে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে :

১। ভাষাতত্ত্ব বিষয়ক উন্মুক্ত আলোচনা ও লেকচারের আয়োজন। যা আরবী ভাষার ছাত্র/শিক্ষকদের জন্য উন্মুক্ত থাকে।
২। আরবী ভাষাতত্ত্বে রিসার্চ জার্নাল (গবেষণাপত্র) প্রকাশ করা।
৩। শিক্ষা ও সংস্কৃতিমূলক বহুমুখী কর্মকান্ড।
৪। আরবি ভাষা পাঠদান প্রোগ্রাম (برامج تعليم اللغة العربية)।

৫। ভাষাতত্ত্ব (الدِّرَاسَاتِ اللُّغَوِيَّة) বিষয়ক উচ্চতর বিষয়গুলো নিয়ে বিষয়ভিত্তিক পাঠদান প্রোগ্রাম আয়োজন।