Sibawayh Center for Linguistic Studies (مَرْكَزُ سِيْبَوَيْه لِلدِّرَاسَاتِ اللُّغَوِيَّةِ একটি ভাষাতত্ত্ব বিষয়ক গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, যার অধীনে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে :
১। ভাষাতত্ত্ব বিষয়ক উন্মুক্ত আলোচনা ও লেকচার প্রদান।
২। রিসার্চ জার্নাল (গবেষণাপত্র) প্রকাশ (পরিকল্পনাধীন)।
৩। শিক্ষা ও সংস্কৃতিমূলক বহুমুখী কর্মকান্ড।
৪। আরবি ভাষা পাঠদান প্রোগ্রাম (برامج تعليم اللغة العربية)।